এসো আরবী শিখি কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের নবম পাঠের নোট। এই পাঠে মুআন্নাছে মাজাযী ও মুআন্নাছ শব্দ চেনার উপায় নিয়ে নিয়ে আলোচনা করা হয়েছে। এই নোটটি তাদের জন্যই উপকারী হবে যারা এই পাঠের উপর তৈরিকৃত আমার ভিডিওটি দেখেছেন। ভিডিওটি সরাসরি ইউটিউব থেকে দেখতে নীচে ক্লিক করুন।
মুআন্নাছে মাজাযীর পরিচয়
যে সকল শব্দ মহিলা বুঝায় না এবং শব্দের শেষেও মুআন্নাছের কোন আলামত থাকে না (যেমনঃ শব্দের শেষে গোল তা না থাকা) অথচ আরবরা শব্দটিকে মুআন্নাছরূপে ব্যবহার করেন, সে সকল শব্দকে مؤنث مجازي বা مؤنث سماعي বলে।
মুআন্নাছ চেনার উপায়
এখন পর্যন্ত মুআন্নাছ শব্দ চেনার তিনটি উপায় সম্পর্কে আমরা জেনেছি। সেই তিনটি উপায় হলঃ
- শব্দের অর্থ লক্ষ্য করা।
- শব্দের শেষে গোল তা আছে কিনা দেখা।
- আরবদের ব্যবহার থেকে জানা।
প্রশ্নমালা
১. মুআন্নাছে মাজাযী কাকে বলে?
২. মুআন্নাছ শব্দ চেনার উপায় কী কী?
এই লেখাটির পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন।
Facebook Comments