এসো আরবী শিখি ১-২-৫ (নোট)


এসো আরবী শিখি কিতাবের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পাঠের নোট। এই পাঠে এখন পর্যন্ত আমাদের পঠিত দুই প্রকারের মোট পনেরটি দ্বমীরের কোনটি কোন ক্ষেত্রে ব্যবহার হবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে।

কোন দ্বমীর কোন ক্ষেত্রে ব্যবহার হবে, তা বুঝার পূর্বে মুতাকাল্লিম, হাযের ও গায়েবের পরিচয় এবং ওয়াহেদ-জমা’র পরিচয় জানার প্রয়োজন। মুতাকাল্লিম, হাযের ও গায়েবের পরিচয় দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠের নোটে দেওয়া হয়েছে। তাই এই লেখাটিতে শুধুমাত্র ওয়াহেদ-জমার পরিচয় উল্লেখ করা হল।

 

ওয়াহেদের পরিচয়ঃ

যে শব্দ একজন ব্যক্তি বা একটি বস্তু বুঝায়, তাকে واحد (ওয়াহেদ) বলে।

যেমন, كتاب – একটি বই, ي – আমার।

 

ওয়াহেদকে ক্ষেত্রবিশেষ مفرد (মুফরাদ)-ও বলা হয়ে থাকে।

 

জমা’র পরিচয়ঃ

যে শব্দ দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তাকে جمغ (জমা’) বলে।

যেমন, كتب -কয়েকটি বই, كم – তোমাদের।

 

 

দ্বমীর মারফুয়ে মুনফাসিল কোনটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ঃ

এখন পর্যন্ত আমরা ضمير مرفوع منفصل মোট পাঁচটি দ্বমীর পড়েছি। সেগুলো হচ্ছে – انا، انتَ، انتِ، هو، هي.

এগুলোর কোনটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, তা নিচে উল্লেখ করা হল।

انا – واحد متكلم

انتَ – واحد مذكر حاضر

انتِ – واحد مؤنث حاضر

هو – واحد مذكر غائب

هي – واحد مؤنث حاضر

দ্বমীরে মাজরূরে মুত্তাসিল কোনটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ঃ

এখন পর্যন্ত আমরা ضمير مجرور متصل এর দশটি দ্বমীর পড়েছি। সেগুলো হচ্ছে

ي – كَ – كِ – هُ – ها – نا – كم – كن – هم – هن

এগুলোর কোনটি কোন ক্ষেত্রে তা ব্যবহৃত তা নিচে উল্লেখ করা হল।

ي – واحد متكلم

كَ – واحد مذكر حاضر

كِ – واحد مؤنث حاضر

هُ – واحد مذكر غائب

ها – واحد مؤنث غائب

نا – جمع متكلم

كم – جمع مذكر حاضر

كن – جمع مؤنث حاضر

هم – جمع مذكر غائب

هن – جمغ مؤنث غائب

Facebook Comments


2 responses to “এসো আরবী শিখি ১-২-৫ (নোট)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!