এসো আরবী শিখি কিতাবের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পাঠের উপর কুইজ।
নির্দেশনাঃ
১. পেজ পুরোপুরি লোড হওয়ার পর নিচের দিকে নামুন। নতুবা রেজাল্ট আসবে না।
২. এই নির্দেশনার নিচে ‘START QUIZ’ লেখা অংশে ক্লিক করে কুইজে অংশ নিন।
৩. যে উত্তর সঠিক মনে হবে তাতে ক্লিক করুন।
৪. কোন ভুল উত্তরে ক্লিক করে ফেললে সঠিক উত্তরে ক্লিক করুন। আপনার প্রদত্ত সর্বশেষ উত্তরের ভিত্তি করেই ফলাফল আসবে।
৫. সময়ের দিকে লক্ষ্য রাখুন। স্ক্রিনের নিচের অংশের ডানদিকে কত সেকেন্ড বাকী আছে তা প্রদর্শিত হবে।
৬. উত্তর দেওয়া শেষ হলে সর্বশেষ প্রশ্নের নিচে থাকা ফিনিশ বাটনে ক্লিক করুন।
৭. রেজাল্ট পাওয়ার আবার প্রশ্নের দিকে লক্ষ্য করুন। সঠিক উত্তরের নিচে সবুজ রেখা দেখতে পাবেন।
QUIZ START
Results
مَا شَاءَ الله
আপনি সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন।
এখন আপনি পরবর্তী পাঠের পড়া শেখা শুরু করে দিতে পারেন।
আপনার উত্তরে কিছু ভুল রয়েছে।
দয়াকরে পাঠটি পুনরায় ভালোভাবে শিখুন যাতে করে কোন প্রশ্নের উত্তরে আর ভুল না হয়।
একটি পাঠ ভালোভাবে শেখার পরেই পরবর্তী পাঠ শেখা উচিৎ। একটি পাঠ ভালোভাবে না শিখে পরবর্তী পাঠ শেখা শুরু করলে নতুন পাঠটি শেখা অনেক কঠিন হয়ে যায় এবং পড়াও বুঝে আসে না।
#1. ‘صفّ’ শব্দের অর্থ কী?
#2. ‘জাহান্নাম’ এর আরবী কী?
#3. ‘و اللبن في ذلك الكوب’ বাক্যটির অর্থ কী?
#4. ‘أ سبورة في هذا الفصل؟’ বাক্যটির অর্থ কী?
#5. ‘أ سرير في غرفتها ام كرسي؟’ বাক্যটির অর্থ কী?
#6. ‘ইহা পঞ্চম শ্রেণীর শ্রেণীকক্ষ’ বাক্যটির আরবী কী হবে?
#7. ‘কল্যাণ মসজিদে আছে এবং অকল্যাণ বাজারে আছে’ বাক্যটির আরবী কী হবে?
#8. ‘এই গ্লাসে কি পানি আছে?’ বাক্যটির আরবী কী?
#9. ‘المصباح و المروحة في غرفة فاطمة’ বাক্যের المروحة শব্দের শেষ হরফে কোন হরকত হবে?
#10. ‘في يد العالم قلم’ বাক্যের العالم শব্দের শেষ হরফে যের হবে, কারণ……
#11. ‘هذه غرفة فاطمة’ নিচের কোন প্রশ্নবোধক বাক্যের উত্তরে এ বাক্যটি বলা যাবে না?
#13. ‘لا تلعبي’ এর অর্থ কী?
#14. ‘তুমি বের হও’ এর আরবী কী?
#15. ‘তুমি লিখো না’ এর আরবী কী?
4 responses to “এসো আরবী শিখি ১-২-৮ (কুইজ)”
আপনার উদ্যোগটি খুবই ভালো।আল্লাহ আপনাকে কোর্স পরিচালনার তওফিক দান করুণ।
আসসালামু আলাইকুম ওস্তাদ,
পরবর্তী পাঠগুলোর ক্ষেত্রেও ক্রমান্বয়ে যদি এরকম কুইজ আকারে প্রশ্নগুলো দিতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক।
Carry on brother…..!
এসো আরবী শিখি ২ এর আশায় আছি।
এই ওয়েবসাইটে নতুনকরে আর কোনো কাজ করা হবে না।
অবশিষ্ট কাজগুলো সময় পেলে আমার অন্য আরেকটি ওয়েবসাইটে করব ইনশাআল্লাহ্।