এসো আরবী শিখি ১-২-৮ (নোট)


এসো আরবী শিখি কিতাবের প্রথম খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের অষ্টম পাঠের নোট। এই পাঠে নতুন কোন নিয়ম নিয়ে আলোচনা করা হয়নি। তবে এই পাঠের অধিকাংশ বাক্যে এমন একটি শব্দ আনা হয়েছে, যেই শব্দ ব্যবহারের নিয়ম আমরা প্রথম অধ্যায়ের অষ্টম পাঠে পড়েছি। তাই প্রথম অধ্যায়ের অষ্টম পাঠের নোটটি মাথায় রেখে এই পাঠটি পড়লে এই পাঠের বাক্যগুলোতে হরকত বসিয়ে পড়তে, বাক্যগুলোর তরজমা করতে এবং প্রশ্নগুলোর আরবীতে উত্তর দিতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ্‌।

প্রথম অধ্যায়ের অষ্টম পাঠের সেই আলোচনাগুলো পড়তে নিচের লিঙ্কে ক্লিক করতে পারেন।

এসো আরবী শিখি- প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, অষ্টম পাঠ।

Facebook Comments


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!